যুক্তরাষ্ট্রে ক্রান্তীয় ঝড় হিলারির প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যার কবলে পড়েছে লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকা এবং ক্যালিফোর্নিয়ার একাধিক কাউন্টি। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে তাণ্ডব চালানোর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করেছে হিলারি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মেক্সিকোতে এই ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যায় ভেসে গেছে বেশ কিছু রাস্তা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ভারী বর্ষণে রাস্তাগুলো নদীর মতো হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গাভিন নিউজম। স্থানীয় সময় ভোররাত ৩টা পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে বেশিরভাগ সময়ই খরা থাকে। বন্যা পরিস্থিতি মোকাবিলা করা তাই তাদের জন্য কঠিন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ভারী বর্ষণে পাহাড়ি ও মরুভূমি এলাকাগুলোও ৫ থেকে ১০ ইঞ্চি পানির নিচে চলে যেতে পারে।
১৯৩৯ সালের পর লস অ্যাঞ্জেলেসে প্রথম কোনো ক্রান্তীয় ঝড় আঘাত আনলো। বন্যা পরিস্থিতি থেকে বাঁচতে স্যান বারনার্ডিনো কাউন্টির সবাইকে অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়ার রাইটউডে আকস্মিক বন্যায় ভেসে গেছে বেশ কিছু গাছ। জনবসতিপূর্ণ ভেঞ্চুরা কাউন্টিতে দুই ঘণ্টা এমন ভারী বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার পানি ২ ইঞ্চির বেশি উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সেখানে অনেক গাড়ি আটকা পড়েছে। দমকলকর্মীরা গাড়ির ভেতরে থাকা মানুষকে উদ্ধারের চেষ্টা