শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

ড. ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রীকে ১৮৩ বিশ্বনেতার খোলা চিঠি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৮ বার

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন ১৮৩ জন বৈশ্বিক নেতা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন এবং জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ খ্যাতিমান ব্যক্তিরা রয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) প্রকাশিত সেই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তুতে পরিণত করায় আমরা উদ্বিগ্ন এবং এটি তাকে বিচারকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে আমাদের বিশ্বাস।’

এর আগে চলতি বছর মার্চ মাসে প্রথমবারের মতো ড. ইউনূসের ‘নিরাপত্তা ও স্বাধীনতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন ৪০ জন বিশ্বনেতা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছিল সেই চিঠিটি।

গতকাল ২৭ আগস্ট রোববার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই আজ ১৮৩ বিশ্বনেতার চিঠি নিয়ে ফের আলোচনায় উঠে এল ড. ইউনূস ও বাংলাদেশের আসন্ন নির্বাচন।

চিঠির শুরুতে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে লেখা হয়েছে

‘আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি। কিন্তু সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি পরিলক্ষিত হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনের সময় প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দু’টি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল। বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে তা হলো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন এই কারণে যে, আমাদের মনে হচ্ছে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগেও ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন। এই চিঠিটি তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।’

পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের নিয়ে আপনার দেশের মধ্যে থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে। আমরা নিশ্চিত তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার করলে তাকে খালাস দেয়া হবে।

আপনি জানেন, প্রফেসর ইউনূসের কাজ, আমাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক, সামাজিক ব্যবসা আন্তর্জাতিক অগ্রগতির জন্য কীভাবে একটি শক্তি হতে পারে তা তিনি করে দেখিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকেরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তার একটি প্রধান উদাহরণ তিনি।

আমরা আন্তরিকভাবে কামনা করি, তিনি নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার কাজ চালিয়ে যেতে সক্ষম হবেন।

আমরা আশা করি, আপনি এই আইনি সমস্যাগুলো একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায্য পদ্ধতিতে সমাধান নিশ্চিত করবেন। পাশাপাশি আগামী মাসে একটি অবাধ, সুষ্ঠু, এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সমস্ত মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করবেন৷

সামনের দিনগুলিতে কীভাবে এই বিষয়গুলো সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে ট্র্যাক করার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের সাথে আমরাও যোগ দেবো।

চিঠিতে নোবেল বিজয়ীদের মধ্যে স্বাক্ষর করেছেন

শান্তি : বারাক এইচ ওবামা, জোসে রামোস-হোর্টা, মাইরেড করিগান-মাগুয়ার, শিরিন এবাদি, লেমাহ রবার্টা গবোই, অ্যালবার্ট আর্নল্ড গোর জুনিয়র, তাওয়াক্কোল কারমান, ডেনিস মুকওয়েগে, নাদিয়া মুরাদ, মারিয়া রেসা, অস্কার আরিয়াস সানচেজ, জুয়ান ম্যানুয়েল সান্তোস, রিগোবার্টা মেনচু তুম, জোডি উইলিয়ামস।

রসায়ন : পিটার অ্যাগ্রে, টমাস আর. চেচ, মার্টিন চালফি, ইমানুয়েল চার্পেন্টিয়ার, অ্যারন সিচানোভার, জোহান ডিজেনহোফার, জ্যাক ডুবোচেট, জোয়াকিম ফ্রাঙ্ক, ওয়াল্টার গিলবার্ট, অ্যালান হিগার, রিচার্ড হেন্ডারসন, ডুডলি আর হার্শবাচ, আব্রাম হার্শকো, রোল্ড হফম্যান, রবার্ট হুবার, মার্টিন কার্প্লাস, ব্রায়ান কে কোবিলকা, ইউয়ান টি. লি, রবার্ট জে. লেফকোভিটজ, জিন-মেরি লেহন, মাইকেল লেভিট, টমাস লিন্ডাল, পল এল মডরিচ, জন সি পোলানি, জিন-পিয়েরে সভেজ, স্যার জন ই ওয়াকার, আরিয়েহ ওয়ারশেল, স্যার গ্রেগরি পি উইন্টার।

অর্থনীতি : অলিভার হার্ট, ফিন ই কিডল্যান্ড, পল আর মিলগ্রম, এডমন্ড ফেলপস, অ্যালভিন ই রথ, ভার্নন এল স্মিথ, জোসেফ ই স্টিগলাইজ।১৬ সাহিত্য : এম কোয়েটজি হার্টা মুলার, ওরহান পামুক, ওলে সোয়িংকা।

ওষুধ : হার্ভে জে অল্টার, ডেভিড বাল্টিমোর, ফ্রাঁসোয়া ব্যারে-সিনৌসি, জে মাইকেল বিশপ, এলিজাবেথ এইচ ব্ল্যাকবার্ন, উইলিয়াম সি ক্যাম্পবেল, পিটার সি ডোহার্টি, জেফরি কনর হল, লেল্যান্ড এইচ হার্টওয়েল, জুলস এ হফম্যান, তাসুকু হোনজো, এইচ রবার্ট হরভিটজ, স্যার মাইকেল হাউটন, ক্রেগ সি মেলো, এডভার্ড মোসার, মে-ব্রিট মোসার, স্যার পল এম নার্স, আরডেম প্যাটাপাউটিয়ান, স্যার পিটার জে র‍্যাটক্লিফ, চার্লস এম রাইস, স্যার রিচার্ড জে রবার্টস, মাইকেল রসবাশ, গ্রেগ এল সেমেনজা, হ্যামিল্টন ও স্মিথ, জ্যাক ডব্লিউ সজোস্তাক, হ্যারল্ড ই ভার্মাস, এরিক এফ উইশকাস, টরস্টেন এন উইজেল, মাইকেল ডব্লিউ ইয়ং।

পদার্থবিদ্যা : ব্যারি ক্লার্ক বারিশ, স্টিভেন চু, আন্দ্রে গেইম, শেলডন গ্ল্যাশো, ডেভিড জে গ্রস, জন এল হল, তাকাকি কাজিতা, অ্যান্থনি জে লেগেট, জন সি ম্যাথার, মিশেল মেয়র, আর্থার বি ম্যাকডোনাল্ড, কনস্ট্যান্টিন নভোসেলভ, জর্জিও প্যারিসি, জেমস পিবলস, রজার পেনরোজ, উইলিয়াম ডি ফিলিপস, এইচ ডেভিড পলিৎজার, ব্রায়ান পি শ্মিট, হর্স্ট এল স্টর্মার, ড্যানিয়েল সি সুই, কার্ল ই উইম্যান, ডেভিড জে ওয়াইনল্যান্ড।

নির্বাচিত কর্মকর্তা এবং ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতাদের মধ্যে রয়েছেন : আব্দুল আজিজ আলতওয়াইজরি (ISESCO ১৯৯৯-২০১৯ এর মহাপরিচালক), এনজো আমেন্ডোলা (সংসদ সদস্য, ইতালি এবং ইউরোপীয় বিষয়ক প্রাক্তন মন্ত্রী), বান কি মুন, (জাতিসঙ্ঘের অষ্টম মহাসচিব), লরা বোলড্রিনি (সংসদের প্রাক্তন রাষ্ট্রপতি, ইতালি), বোনো (সঙ্গীতজ্ঞ এবং কর্মী), দুমিত্রু ব্রাগিশ ( মোল্দোভার প্রধানমন্ত্রী-১০৯৯-২০০১), স্যার রিচার্ড ব্র্যানসন ( প্রতিষ্ঠাতা, ভার্জিন গ্রুপ), জেসপার ব্রডিন [সিইও, ইংকা গ্রুপ (আইকেইএ) ], শরণ বুরো (সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন), ক্যাথি ক্যালভিন (প্রাক্তন প্রেসিডেন্ট এবং সিইও, ইউএন ফাউন্ডেশন) হিলারি রডহ্যাম ক্লিনটন (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী), এমিল কনস্টান্টিনেস্কু ( রোমানিয়ার রাষ্ট্রপতি-১৯৯৬-২০০০) মিরকো চেটকোভিচ (সার্বিয়ার প্রধানমন্ত্রী ২০০৮-২০১২), স্যাম ডেলি-হ্যারিস (প্রতিষ্ঠাতা, ফলাফল এবং নাগরিক সাহস), মারিয়ান রাইট এডেলম্যান (প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এমেরিতা, চিলড্রেন ডিফেন্স ফান্ড), মারিয়া ফার্নান্দা এস্পিনোসা (জাতিসঙ্ঘের ৭৩তম সাধারণ পরিষদের সভাপতি), আমীনাহ গুরিব ফাকিম (মরিশাসের রাষ্ট্রপতি-২০১৫-২০১৮) ক্রিশ্চিয়ানা ফিগারেস (জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনের সাবেক নির্বাহী সচিব ওয়াল্টার ফাস্ট, ডিরেক্টর-জেনারেল সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন ১৯৯৩-২০০৮), পিটার গ্যাব্রিয়েল (সঙ্গীতজ্ঞ), রন গারান (প্রাক্তন নাসার মহাকাশচারী), কুল গৌতম (ইউনিসেফের সাবেক উপ-নির্বাহী পরিচালক এবং জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব), পামেলা গিলিস (প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক এমেরিটা গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়), পিটার সি গোল্ডমার্ক (জুনিয়র, প্রাক্তন সিইও, রকফেলার ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন) বিচারপতি রিচার্ড গোল্ডস্টোন ( দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বিচারক এবং প্রাক্তন যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাক্তন প্রধান প্রসিকিউটর), ডা. জেন গুডাল (ডিবিই, প্রতিষ্ঠাতা, জেন গুডঅল ইনস্টিটিউট এবং জাতিসঙ্ঘের শান্তির দূত), ম্যাটস গ্র্যানরিড (মহাপরিচালক জিএসএমএ জন হিউকো, সিইও রোটারি ইন্টারন্যাশনাল), আন্দ্রে হফম্যান (ভাইস চেয়ারম্যান রোচে হোল্ডিং এজি), আরিয়ানা হাফিংটন (প্রতিষ্ঠাতা এবং সিইও থ্রাইভ গ্লোবাল) মো: ইব্রাহিম (উদ্যোক্তা ও জনহিতৈষী) ম্লাডেন ইভানিক (বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ২০১৪-২০১৮), ব্যারনেস হেলেনা কেনেডি (হাউস অফ লর্ডস যুক্তরাজ্যের কেসি সদস্য), কেরি কেনেডি (প্রেসিডেন্ট রবার্ট এফ কেনেডি মানবাধিকার) বিনোদ খোসলা ( ভেঞ্চার ক্যাপিটালিস্ট), জেলাটকো Lagumdzija, (বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক প্রধানমন্ত্রী), অ্যানি লেনক্স (গায়ক, গীতিকার এবং কর্মী), ইয়েভেস লেটারমে (বেলজিয়ামের প্রধানমন্ত্রী ২০০৮, ২০০৯-২০১১), ইগর লুকসিক (মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী ২০১০-২০১২) জর্জি মার্গভেলাশভিলি (জর্জিয়ার রাষ্ট্রপতি ২০১৩-২০১৮), রেক্সহেপ মেইদানি (আলবেনিয়ার রাষ্ট্রপতি ১৯৯৭-২০০২), হিরো মিজুনো (উদ্ভাবনী অর্থ ও টেকসই বিনিয়োগ সংক্রান্ত জাতিসঙ্ঘের বিশেষ দূত), নারায়ণ মূর্তি (প্রতিষ্ঠাতা ইনফোসিস), সুসান নেস (বোর্ড সদস্য ভাইটাল ভয়েসেস গ্লোবাল পার্টনারশিপ), জ্যাকলিন নভোগ্রাৎজ (প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যাকুমেন), ফ্রান্সিস মার্টিন ও’ডোনেল (স্লোভাকিয়ায় SMOM-এর রাষ্ট্রদূত ২০০৯-২০১৩, আবাসিক সমন্বয়কারী UN/UNDP ইউক্রেন ২০০৪-২০০৯, সার্বিয়া এবং মন্টিনিগ্রো ২০০০-২০০৪), জিন ওয়েলওয়াং (প্রতিষ্ঠাতা সিইও এবং প্রেসিডেন্ট ভার্জিন ইউনাইটেড), ডা. মাইকেল অটো ( সুপারভাইজরি বোর্ড অটো গ্রুপের চেয়ারম্যান), বোরুত পাহোর ( স্লোভেনিয়ার রাষ্ট্রপতি ২০১২-২০২২) রোজেন প্লেভনেলিভ ( বুলগেরিয়ার রাষ্ট্রপতি ২০১৭-২০১৭), পল পোলম্যান (ব্যবসায়ী নেতা), স্যার ম্যালকম রিফকিন্ড কিউসি (প্রাক্তন ইউকে প্রতিরক্ষা সচিব এবং পররাষ্ট্র সচিব), লর্ড জর্জ রবার্টসন (প্রাক্তন মহাসচিব ন্যাটো), মেরি রবিনসন (আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী), ইসমাইল সেরাগেলদিন (কো-চেয়ার নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টার, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ১৯৯২-২০০০, আলেকজান্দ্রিয়ার ইমেরিটাস লাইব্রেরিয়ান), ওয়েন সিলবি (প্রতিষ্ঠাতা চেয়ার কালভার্ট ফান্ড), ইয়ার্ডলি স্মিথ (অভিনেত্রী), শ্যারন স্টোন (মা), পেটার স্টোয়ানভ (বুলগেরিয়ার রাষ্ট্রপতি ১৯৯৭-২০০২), লাইমডোটা স্ট্রাজুমা (লাটভিয়ার প্রধানমন্ত্রী ২০১৪-২০১৬), ডা. ডেভিড সুজুকি ( প্রফেসর ইমেরিটাস ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া), বরিস তাডিক (সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট), একা টেকশেলাশভিলি ( জর্জিয়ার উপ-প্রধানমন্ত্রী ২০১০-২০১২, পররাষ্ট্র মন্ত্রী ২০০৮), হামদি উলুকায়া (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও চোবানি), রাইমন্ডস ভেজোনিস (লাটভিয়ার প্রেসিডেন্ট ২০১৫-২০১৯), মেলান এস ভার্ভির (জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক), ভাইরা ভাইকে-ফ্রেইবার্গ (লাটভিয়ার প্রেসিডেন্ট ১৯৯৯-২০০৭, কো-চেয়ার নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টার), ফিলিপ ভুজানোভিচ (মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট ২০৩-২০১৮), কাতেরিনা ইউশচেঙ্কো ( ইউক্রেনের ফার্স্ট লেডি ২০০৫-২০১০), ভিক্টর ইউশচেঙ্কো (ইউক্রেনের রাষ্ট্রপতি ২০০৫-২০১০), নিকোলা জিঙ্গারেটি (সংসদ সদস্য ইতালি)

উদ্বিগ্ন নাগরিকদের মধ্যে যারা স্বাক্ষর করেছেন। তারা হলেন : সুসান ডেভিস (নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র), রোশনেহ জাফর (লাহোর, পাকিস্তান), ডা. এলড্রিড হেরিংটন (লন্ডন, যুক্তরাজ্য), জো আউস্টারহাউট (লিসবন, পর্তুগাল), বেথ ম্যালকম (টরন্টো, কানাডা), প্রফেসর ড. মোরশেদ নাসির (বাংলাদেশ), লরা মোসেডেল (লন্ডন, যুক্তরাজ্য), ডা. সাবরিনা শেরজার (ট্রনহাইম, নরওয়ে), রেবেকা ইস্টমন্ড (লন্ডন, যুক্তরাজ্য), জুলিয়েট ভালডিঙ্গার (লন্ডন, যুক্তরাজ্য), মেরিনা নোগুইরা মার্টিন্স ই সিলভা মন্টেরসো (সাও পাওলো, ব্রাজিল), মোহাম্মদ ইমরান হোসেন (আনসারী) হাইড্রুন আউফেলস (হ্যামনভিক, নরওয়ে), বিশাখা এন দেশাই, প্রেসিডেন্ট ইমেরিতা, এশিয়া সোসাইটি (নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র), নিনা নায়ার (কোচিন, ভারত), দেলোয়ার হোসেন (টরন্টো, কানাডা)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com