ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের এক প্রবীণ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। করোনায় এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের ওই সদস্যের নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ি গোলপায়েগানি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুই দিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) খবরে জানানো হয়েছে।
তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে দেশটির অন্তত ১২ জন নেতার মৃত্যু হলো। এ ছাড়া এরকম আরো অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদেরও মৃত্যু হয়েছে। এ ছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন খোদ চীনেই কমেছে। ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় ইরানে প্রাণঘাতী ভাইরাসটিতে আরো ১১৩ জনের মৃত্যু হয়েছে।
এক দিনে নতুন করে শতাধিক মৃত্যু নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা এখন ৭২৪ জন। এছাড়া দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়ে এখন ১৩ হাজার ৯৩৮। তবে আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন। দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত। এএফপি।