স্বপ্নের মতো অভিষেক তানজিম হাসান সাকিবের। জোড়া উইকেট তুলে নিয়েছেন প্রথম স্পেলেই। পাওয়ার প্লেতে পাঁচ ওভার বল করে দিয়েছেন মোটে ১১ রান, তুলে নিয়েছেন জোড়া উইকেট। সুবাদে ভালো অবস্থানে আছে দলও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দ্বিতীয় বলেই পেয়েছেন উইকেট, ফেরান ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের অধিকারী রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়ককে কোনো রানই করতে দেননি তানজিম।
পরের ওভারে এসে ফের উইকেট তুলে নেন এই তরুণ পেসার। তিলক শর্মাকে যেভাবে বোকা বানিয়ে বোল্ড করেছেন তানজিম, তা চোখে লেগে থাকবে অনেকদিন। ৯ বলে ৫ রান করেন তিলক।
তবে বাকিদের বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেন ভারতীয় ব্যাটাররা। আর কোনো সুযোগ না দিয়ে পাওয়ার প্লেতে ভারত তুলেছে ৪২ রান। জয়ের জন্য এখনো চাই ২২৪ রান।
এর আগে কলম্বোতে টসে হেরে সাকিব ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। নাসুম আহমেদ আটে নেমে খেলেন ৪৪ রানের কার্যকরী ইনিংস।