২০১৮ থেকে ২০২১; তিন মৌসুম ইতালির ক্লাব জুভেন্টাসে কাটিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাস ত্যাগ করে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়। তবে পাওনা টাকা না দেওয়ায় ক্লাব ত্যাগের ২ বছর পর জুভেন্টাসের বিরুদ্ধে রোনালদো মামলা করবেন বলে জানা গেছে।
ইংলিশ গণমাধ্যম দ্য সানের মতে, ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের থেকে তার পাওনা ১ কোটি ৯০ লক্ষ ইউরো না দেওয়ার জন্য মামলা করতে চলেছেন। করোনা মহামারীর সময় আর্থিক সমস্যা দূর করতে জুভেন্টাস থেকে তার বেতন স্থগিত করতে সম্মত হয়েছিলেন রোনালদো। কিন্তু সেই পাওনা আর রোনালদোকে বুঝিয়ে দেয়নি জুভেন্টাস।
ফুটবলের সংবাদে বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩৭ বছর বয়সী রোনালদো এরই মধ্যে তুরিন (ইতালির) প্রসিকিউটর অফিসের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন এবং তার পরে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জুভেন্টাসের সাবেক অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি সম্প্রতি ক্লাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। কয়েকদিন পরই রোনালদোর মামলার খবর আসে।
২০১৮ সালে ১০ কোটি ইউরোর চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। দলবদলের বাজারে কোনো ইতালিয়ান ক্লাবের জন্য যেটি সর্বোচ্চ। ইতালিয়ান এই ক্লাবটির হয়ে দুইটি সিরিএ, দুইটি সুপারকোপা ইতালিয়ানা এবং একটি কোপা ইতালিয়া শিরোপা জেতে জুভেন্টাস। ক্লাবটির হয়ে ৯৮ ম্যাচে মোট ৮১টি গোল করেন পর্তুগিজ এই তারকা।