ম্যানহাটানে দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার মফিজুল হক। তিনি এখন ম্যানহাটাটের মাউন সিনাই হাসপাতালের আইসিইউতে রয়েছেন। ৫২ বছর বয়সী মফিজুল হকের বাড়ি বাংলাদেশের কোম্পানীগঞ্জের চরহাজারিতে। ঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ ভোর রাতের দিকে।
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ জানান, মফিজুল হক ইমিগ্র্যান্ট হয়ে প্রায় ১০ বছর আগে আমেরিকায় আসেন। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ব্রুকলিনের কনি আইল্যান্ডে থাকেন। জীবিকা নির্বাহের জন্য ইয়েলো ট্যাক্সি চালান। তিনি রাতের শিফটে কাজ করতেন।
গত ১৩ মার্চ ভোররাত আনুমানিক ৪টার দিকে মফিজুল হককে ম্যানহাটানের ১১৬ হাডসর্নের পাশে আজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কে বা কারা পুলিশে কল করলে পুলিশ এসে তাকে সেন্সলেস ও রক্তাক্ত অবস্থায় ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যায়।