রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশির বনভোজন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ বার

সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির বনভোজন গত ১০ সেপ্টেম্বর রোববার বঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সিনিয়র বাংলাদেশি ও আমেরিকান নাগরিকরা।

পবিত্র কোরআন তেওয়ালাদ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল, বাইবেল পাঠ করেন ইসটন টিটু কুইয়া। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (সভাপতি) সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি এর সভাপতিত্বে লিয়াকত আলী, সুধাংশু কুমার মন্ডল ও রেজা আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করা হয়।

সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির বনভোজন কমিটি ২০২৩ এর আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ আঃ কাইয়ুম, জীবন বিশ্বাস, হুমাযুন কবির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, তৌহিদুল ইসলাম ও খবির উদ্দিন ভূঁইয়া।

উপদেস্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত রয়, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা  আবু কায়েস চিশতী, কর্পোরাল আব্দুল মতিন, কামাল উদ্দিন, আক্তারুজ্জামান হ্যাপি, বিল্লাল ইসলাম, কবি আবু তাহের চৌধুরী, সুবেদার সফিক উল্লাহ, নাসির উদ্দিন  চিনু চেয়ারম্যান, শ্যামল কান্তি চন্দ, আজিজুল হক ।

গ্রান্ড স্পন্সর ছিলেন আল মাছ আলী (ম্যানেজার) মার্কস হোম কেয়ার। প্রধান অথিতি ছিলেন ডা. আব্দুস সবুর ( সভাপতি ) বাংলাবাজার জামে মসজিদ, ব্রঙ্কস।

সহযোগিতা করেন, ডাঃ রোমানা সবুর, এমডি বিল্লাল ইসলাম ( গোল্ডেন প্যালেস),  জাকির চৌধুরী সিপিএ, সুমন চৌধুরী ( ফোন ক্লাব), কামরুল হাসান ( হাসান ট্যাক্সি সার্ভিস), স্বপন তালুকদার (সুন্দরবন হালাল মিট ও গ্রোসারি), এমডি.এ মজিদ (বাংলা সুইটস, স্যানাকস এন্ড ক্যাটারিং সার্ভিস), এম ডি উদবা (ডেলিগেট সি.ডবলু. লোকাল ১১৮২), গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস, দাদা হোম কেয়ার, ফ্যামিলি ফার্মেসি, ডাঃ মোহাম্মদ এইচ উদ্দিন, ডাঃ বাবলু কুমার বসাক, ডাঃ সুজনা আহম্মেদ, ঝঞ ঞবধপয, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি ইনক, ইত্যাদি গ্রোসারী, নিরব রেস্টুরেন্ট, আল আকসা রেস্টুরেন্ট, এশিয়ান ড্রাইভিং স্কুল, জাকির চৌধুরী সিপিএ আহাদ আলী সিপিএ, ঝঃধৎষরহম উরধমড়হংঃরপ, আল-আকসা রেস্টুরেন্ট, মদিনা গ্রোসারী, দাদা হোম কেয়ার, বিহঙ্গ প্রিন্ট।

বিশেষ অথিতি হিসাবে ছিলেন প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ ( চেয়ারম্যান) প্রফেসর গ্লোবাল নেটওয়ার্ক, সালেহ উদ্দিন সাল (পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি ইনক), বখতিয়ার রহমান খোকন (নিরব রেস্টুরেন্ট), আব্দুর রহিম বাদশা (কমিউনিটি এক্টিভিস্ট), জালাল চৌধুরী (এবি হোম কেয়ার), কামরুল হাসান (হাসান ট্যাক্সি সার্ভিস), কামাল উদ্দিন ( সভাপতি) ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিবিএ), এ্যাডঃ মিয়া জাকির ( সভাপতি) হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, নিউ ইয়র্ক শাখা, বীর মুক্তিযোদ্ধা নূর তফাদার (সিইও) মিলিনিয়াম টিভি, ছালে আহম্মদ মানিক (কমিউনিটি এক্টিভিস্ট), ডাঃ আব্দুল কাদের, বিজয় কৃষ্ণ সাহা, তোফায়েল আহম্মেদ চৌধুরী (উপদেস্টা) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক, ব্রঙ্কস। সার্জেন্ট বিলাল উদ্দিন-এনওয়াইপিডি, সামাদ মিয়া জাকির (সভাপতি) বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, মিয়া মোহাম্মদ দাউদ (সভাপতি) কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক, আবুল খায়ের আকন্দ (সভাপতি) আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ, যুক্তরাস্ট্র শাখা, এইচ এম মিজানুর রহমান (সাধারণ সম্পাদক) কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক, মাইজুর রহমান জুয়েল (সাধারণ সম্পাদক) সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক, সাখাওয়াত হোসেন উজ্বল (শাপলা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েট নিউইর্য়ক ইনক), লিয়ন শেখ ( মেডিকেয়ার চয়েজ ), মোস্তাক আলম চৌধুরী (সাবেক ইউপি চেয়ারম্যান), আশ্রাব আলী মন্ডল (সাধারণ সম্পাদক) ওয়াটসন জামে মসজিদ, মোঃ আবু তাহের (সাধারণ সম্পাদক) প্যালাম বে নিউ আল মদিনা জামে মসজিদ।

নাটকের অংশবিশেষ উস্থাপনা, কবিতা গানে অংশগ্রহনকারীদের আনন্দ মাতিয়ে রাখেন-কবি আবু তাহের চৌধুরী, এমডি সুবেদার ইব্রাহীম, আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জীবন বিশ্বাস, হীরা লাল দাস।

অনুষ্ঠানকে সুন্দর ও সফল করেত সহযোগিতা করেন-সোলায়মান সরকার জীবন, শেখ জামাল হোসেন, জামাল আহম্মেদ বক্স, খলিলুর রহমান (রহমান), বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আজিজুল হক, সুবেদার সফিক উল্লা, নাসিম উদ্দিন নাছিম, মুহাম্মদ মাসুদ কাজী, বদরুল হক, উমর খালিদ, আব্দুল মজিদ, মোহাম্মদ বাদল, আল আমিন, লুৎফুর রহমান, শহিদুল ইসলাম, এবি এম ইসলাম, ইয়াকুব আলী মিঠু, আনোয়ার হোসেন, ভবেশ রয়, মাসুক তালুকদার পান্না সাহা, পনির মালাকার, সুনিল অধিকারী, সন্তোষ মন্ডল, সাঈদ সিরাজ, নাছির উদ্দিন নাছিম, নূরুল আম্বিয়া, কাজী আজিমুল আহসান, মনজু চকদার, এম.ডি আকরাম হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, সৈয়দ আসাদুজ্জামান, মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, শহিদুল্লাহ চৌধুরী, আব্দুর রহমান, মোঃ আজম খান, অটন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com