ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১৩ জন।
আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন কামরুজ্জামান লিটন (২৮) ও জেসমিন আক্তার। তাদের লাশ ত্রিশাল থানায় নেয়া হয়েছে।
এছাড়া আহতদের মধ্যে হাসিনা ও স্বপ্না নামের দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেলেরঘাটে পোশাককর্মীরা যখন একটি বাসে ওঠছিলেন, তখন ঢাকাগামী আরেকটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এছাড়া আরো ১৩ জন আহত হন। তাদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন।