যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের জন্য অপেক্ষায় থাকাদের জন্য স্বস্তির খবর দিয়েছে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। কয়েকটি শ্রেণীর জন্য ইমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্টের (ইএডি) বৈধতা সর্বোচ্চ পাঁচ বছর করা হয়েছে। এই সুবিধা যারা পাবেন, তারা এখন থেকে তাদের অভিবাসন সফরে অনেক বেশি স্থিতিশীলতা ও স্বস্তি পাবেন।
ইউএসসিআইএস গত ২৭ সেপ্টেম্বর সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ঘোষণাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর আগে এই সুবিধার মেয়াদ ছিল এক বা দুই বছর। ফলে তারেকে আবেদনপত্র নবায়নের জন্য ছুটতে হতো, সংশ্লিষ্ট ফি জমা দিতে হতো। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক বোঝার সৃষ্টি হতো, আবেদনকারীরাও অনিশ্চয়তায় থাকতেন। নতুন পাঁচ বছর মেয়াদি ইএডি বৈধতা পাওয়ার ফলে আবেদনকারীরা অনেক বেশি স্বস্তিতে এবং কম জটিলতার মধ্যে তাদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
তবে গ্রিনকার্ডের জন্য অপেক্ষায় থাকা সবাই এই সুবিধা পাবেন না। যারা মূলত উদ্বাস্তু হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন, সাময়িকভাবে অবস্থানের সুযোগ পাওয়া উদ্বাস্তু, আশ্রয়প্রার্থীর মর্যাদা লাভকারী এবং অস্থায়ীভাবে থাকার অনুমতি পাওয়া ব্যক্তিরা এই সুবিধা পাবেন।
তবে যাদের গ্রিনকার্ডের আবেদন বাতিল হয়ে যাবে, তারা কিন্তু পাঁচ বছরের জন্য ওয়ার্ক পারমিট পেলেও তা আর কার্যকর থাকবে না।
এছাড়া ইউএসসিআইএস পলিসি গাইডেন্সও প্রকাশ করেছে। এতে স্পষ্ট করা হয়েছে যে অ্যারাইভাল/ডিপারচার রেকর্ড (ফরম আই-৯৪) আগন্তুকের মর্যাদার প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আই-৯৪ ফরমের সাথে অবশ্যই ইমপ্লয়মেন্টে অথোরাইজেশনের উদ্দেশ্যের জন্য পরিচিতি প্রমাণপত্র থাকতে হবে।
এসব পরিবর্তন ইউএসসিআইএস পলিসি ম্যানুয়ালে পাওয়া যাবে। তাছাড়া ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বরের ইউএসসিআইএস পলিসি অ্যালার্ট ২০২৩-২৭-এ দেখা যাবে।