ভারত বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে তারা। আসরে এর আগে দুই ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি দল দু’টি। আজ খুলে যেতে পারে যেকোনো এক দলের পয়েন্টের খাতা। ইতোমধ্যে টস হয়ে গেছে। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কানদের নতুন অধিনায়ক কুশল মেন্ডিসের। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন আসবে জানাই ছিল। কেননা নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ছিটকে গেছেম আসর থেকে। চোটে পড়ে বিশ্বকাপ শেষ তার। যদিও নেতৃত্ব উঠেছে কুশল মেন্ডিসের হাতে আর তার বদলে একাদশে এসেছেন চামিকা করুনাত্নে।
আরো একটা পরিবর্তন আছে। মাথিশা পাথিরানার বদলে একাদশে এসেছেন লাহিরু কুমারা। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কোস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, চামিকা করুনাত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়াল্লালাগে, মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।