টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল শ্রীলঙ্কা। কিন্ত মিডল ওভারে আফগানিস্তানের বোলারদের অসাধারণ বোলিংয়ে খেই হারায় লঙ্কান ব্যাটাররা। ফজলহক ফারুকীর দুর্দান্ত বোলিংয়ে ২৪১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে কুশাল মেন্ডিসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হাশমতুল্লাহ শাহিদি। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২২ রানে দিমুথ করুনারত্নের উইকেট হারায় দলটি। দ্বিতীয় উইকেট জুটিতে ঠিকই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিসের ৬২ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখায় লঙ্কানদের।
দলীয় ৮৪ রানের মাথায় নিশাঙ্কান ৪৬ রানে আউট হলে তরুণ ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে দলের রানকে বাড়িয়ে নিতে থাকেন মেন্ডিস। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে দারুণ ব্যাটিং উপহার দেন দুজন। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে মেন্ডিসকে ফেরান মুজিব উর রহমান। এরপর ৩৬ রান করা সাদিরাকেও ফিরিয়ে দেন মুজিব। দলীয় ১৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।
পঞ্চম উইকেট জুটিতে চারিথা আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ২৮ রানের জুটি গড়ার পর ধনঞ্জয়া ১৪ রানে বিদায় নিলে ছন্দপতন ঘটে লঙ্কানদের। দুশমন্থ চামিরা রান আউট হয়ে ফিরলে ১৮৫ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে অ্যাঞ্জেলা ম্যাথিউসের ২৩ ও মহেশ থিকসানার ২৯ রানে ভর করে ২৪১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
আফগানিস্তানের বোলারদের পক্ষে একাই চার উইকেট শিকার করেন ফারুকী। মুজিব উর রহমান শিকার করেন দুটি উইকেট।