বিশ্বকাপ শেষ হয়ে সারেনি, এরই মাঝে বেজে উঠেছে দ্বিপক্ষীয় সিরিজের ডামাডোল। এবার বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এক ঝাঁক স্পিনার নিয়ে বাংলাদেশে আসছে দলটি।
বেশ শক্তিশালী দল নিয়েই টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। সোমবার রাতে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে কিউই নির্বাচক বোর্ড। এক বিবৃতিতে ১৫ সদস্যের দল নিশ্চিত করে তারা। যেখানে আছেন কেন উইলিয়ামসনও। তবে নেতৃত্ব দেবেন টিম সাউদি।
বিশ্বকাপের আগেই ঢাকায় পা রেখেছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এরপর পা রেখেছিল বিশ্বকাপে। বিশ্বকাপ শেষ হতে না হতেই ২১ নভেম্বর ফের ঢাকায় আসবে তারা টেস্ট সিরিজকে টার্গেট করে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ নভেম্বর। এরপর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
নিউজিল্যান্ড টেস্ট দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।