মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

সঙ্কটকালে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ২৫৯ বার

করোনাভাইরাসের এই সঙ্কটকালে দেশবাসীর পাশে না দাঁড়িয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘করোনাভাইরাসের এই সঙ্কটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে তাদের রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।’

পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘কাজ চলছে, সেতু প্রকল্পের সার্বিক ৭৮.৫০ শতাংশ অগ্রগতি হয়েছে।’

এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সমাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করেছে।

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com