আর্জেন্টিনায় ভয়ঙ্কর ডাকাতির শিকার হয়েছে লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জোর পরিবার। ডাকাতির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রোকুজ্জো।
স্পেনের খেলাধুলা বিষয়ক গণমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি রোজারিওতে ওই ডাকাতির ঘটনা ঘটে। নিজেদের সুপার মার্কেট থেকে নগদ অর্থ জমার জন্য গাড়িতে করে স্থানীয় একটি ব্যাংকে যাচ্ছিলেন রোকুজ্জোর চাচাতো বোন অগাস্টিনা স্কালিয়া। এ সময় স্কালিয়াকে লক্ষ্যবস্তু বানায় ওই ডাকাত দল।
অস্ত্রের মুখে ভয় দেখিয়ে স্কালিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে নেয় আক্রমণকারীরা। হামলার সময় ডাকাতেরা গুলি করে। এ সময় গাড়ির একটি জানালার কাঁচ ভেঙে দেয়।
ওই বার্তায় রোকুজ্জো লিখেছেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করছি যখন নাকি প্রতিদিন অনেক অবিচার হয়। আমি সৃষ্টিকর্তার প্রতি অনকে কৃতজ্ঞ যে ওই ঘটনা আরও ভয়াবহ হতে পারত।’
ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন স্কালিয়ার সঙ্গে থাকা ওই সুপার মার্কেটে কাজ করা এক সহকর্মী, ‘আমরা সুপার মার্কেট থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। এমন সময় ডাকাত দল আসে। আমি গুলির শব্দ শুনেছি। আমরা যখন বাইরে বের হলাম আমরা বুলেটের গর্ত দেখতে পেলাম।
ওই হামলার বিবরণ দিয়েছেন রেডিও কমান্ডের প্রধান দিয়েগো সান্তামারিয়া, ‘গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি করে। তারা সুপার মার্কেট থেকে বের হয়ে পাশের একটি ব্যাংকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে একটি সাদা রঙের গাড়ি তাদের কাছে আসে। গাড়ির কাঁচ ভেঙ্গে মোটা অংকের টাকাসহ ব্যাগগুলো নিয়ে পালিয়ে যায়।’