দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে সিলেটে। চায়ের দেশে দ্বিতীয়বারের মতো সাদা পোষাকে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিলেটে একমাত্র টেস্টটি খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৮ সালে। তবে এবার ঘুচাচ্ছে সেই অপেক্ষা।
এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো টেস্ট ক্রিকেট ফিরছে সিলেটে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে এখানে। নতুন মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে যা বাংলাদেশের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ২৮ নভেম্বর (মঙ্গলবার)।
আসন্ন এই টেস্ট ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। সর্বোচ্চ টিকিটের দাম ১০০০ টাকা।
২৭ নভেম্বর (সোমবার) থেকে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা।
টিকিটের মূল্য তালিকা :
গ্রিন গ্যালারি : ১০০ টাকা।
পশ্চিম গ্যালারি : ১০০ টাকা।
পূর্ব গ্যালারি : ২০০ টাকা।
ক্লাব হাউজ : ৩০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড : ১০০০ টাকা।