বিশ্বকাপ শেষে দেশে ফেরার প্রায় দুই সপ্তাহ পর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপে ভরাডুবির কারণ উন্মোচনে কাজ করবে তিন সদস্যের এই তদন্ত কমিটি।
ভারত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের স্বপ্ন ছুঁয়েছিল আকাশ। প্রত্যাশার পাহাড় নিয়ে দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। তবে দেশে ফেরে ব্যর্থতায় পরিপূর্ণ হয়ে, নত শিরে। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটায় বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দলের জঘন্য পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। বিসিবির তিন পরিচালক আছেন এই কমিটিতে। যার প্রধান করা হয়েছে এনায়েত হোসেন সিরাজকে। বাকি দু’জন হলেন- মাহবুব আনাম এবং আকরাম খান।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে খোদ বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটির মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা সংশ্লিষ্ট মহলে জানিয়ে দেয়া।