দেশের বাজারে স্বর্ণের দাম দুই দফা বাড়ানোর পর কিছুটা কমেছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।
বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে, গত ২৬ নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। এতে এ মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।
এরপর বুধবার (২৯ নভেম্বর) সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।