রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

শো টাইম মিউজিক’র ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড প্রদান

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ বার

প্রবাসে প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয় শোটাইম মিউজিকের এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৩ বছরে পা ফেলেছে। শো টাইম মিউজিক প্রবাসে শিল্প-সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যাণে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। গত ৩ ডিসেম্বর রোববার বৃষ্টিস্নাত সন্ধ্যায় এনআরবি অ্যাওয়ার্ড’র ১৩তম আসর ছিল উৎসবমুখর পরিবেশ। সব বয়সী মানুষের উপস্থিতিতে নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়াম ছিল এক মিলনমেলা। বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, প্রিয়দর্শনী নায়িকা মৌসুমীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে তুলে বহুগুণ। তিনিই ছিলেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও মধ্যমনি।

কামরুজ্জামান বাবু আর সোনিয়ার উপস্থাপনায় রাত ৮টায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, ১৩তম আসরে বিপুল সংখ্যক প্রবাসীর সরব উপস্থিতি প্রমাণ করে যে প্রবাসীরা শো টাইম মিউজিকের এই অ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানীত করার যে প্রক্রিয়া অনুসরণ করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে যে কাজটি আমরা করছি সেটি আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমী বলেন, প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, দিনে দিনে এনআরবি অ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিণত হয়েছে। আর এই আয়োজন করে আলমগীর খান আলম যোগ্য ব্যক্তিদের সম্মানীত করে নিজেকেই সম্মানীত করছেন। আমি এর সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। অনুষ্ঠানে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিন্দু কনা, কৃষ্ণ তিথি, নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমু, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল, ড. কামরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমীর হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।অনুষ্ঠানে নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ আমন্ত্রিত অতিথিরা। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন: নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, মিউজিসিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, এটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ, রহমান মালিক, তারেক হাসান খান গ্লোবাল মাল্টি সার্ভিস, ফারহানা খান (ওম্যান এন্টারপ্রেনার), সানম্যান এক্সচেঞ্জ ইনক’র সিইও মাসুদ রানা তপন, টৗাভেল অ্যাঙ্কর এএসএম উদ্দিন, আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবু জামান, সনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, ব্রডকাস্ট জার্নালিস্ট জলি অহমেদ, রেজওয়ানা আলভিস, মোঃ জামিল, কাজী লিটন, মোহাম্মদ খালেক, ডক্টর শাহজাদী পারভীন (মা ফাউন্ডেশন), কমিউনিটি অ্যাক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ চিশতী সিপিএ, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড)।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দেশবাংলা সম্পাদক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক বাংলা.কম সম্পাদক আকবর হায়দার কিরণ, ইউএসবাংলা.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক কানু দত্ত, রাশেদ আহমেদ, তোফাজ্জল লিটন, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, ও তুষার পিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, মোঃ সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার, সাদেক শিবলী, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী ও শামীম সিদ্দিকী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবীব, রাব্বি সাঈদ, মনিকা রায়, মোস্তাকিম-বাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com