খুব শিগগিরই লাল ফিতায় ফাইলে আটকে পড়তে পারে নিউইয়র্ক পুলিশ বিভাগ। প্রস্তাবিত একটি বিল যদি পাস হয়, তবে পুলিশকে বড় বড় অপরাধ নিয়ে কাজ করার বদলে অতি সাধারণ বিষয় নিয়ে লাখ লাখ ফাইল বানাতে ব্যস্ত থাকতে হবে আর ব্যাপক ওভারটাইম বিল পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
সিটি কাউন্সিলের মাধ্যমে বর্তমান এগুতে থাকা আইনটিতে পর্যটকদের যাত্রাপথ কিংবা অসুস্থ ট্রেনযাত্রীর সেবায় নিয়োজিত ব্যক্তির ব্যাপারে তথ্য পূরণে নিয়োজিত থাকতে হবে পুলিশকে।
এছাড়া লোকজনের বর্ণ, বয়স, জেন্ডার ইত্যাদির মতো তথ্যও সংযুক্ত করতে হবে। বিলটির সমর্থকেরা বলছেন, এই বিলটি কার্যকর করা হলে বর্ণগত সমস্যা সমাধানে সহায়ক হবে। তবে সমালোচকেরা বলছেন, এর ফলে ব্যাপক ও ব্যয়বহুল পেপারওয়ার্কের পথ সৃষ্টি করবে।
স্ট্যাটেন আইল্যান্ডের ডিস্ট্রিক্টের মাইক ম্যাকমাহন বলেন, ‘এই বিল পুলিশ সদস্যদের চাকরি আরো কঠিন করবে, আমাদের নগরী আরো কম নিরাপদ হবে।’
তিনি বলেন, বিলটি পাস হলে পুলিশ সদস্যদেরকে রাস্তা এবং এলাকায় টহল দেয়ার বদলে অন্য কাজে ছুটতে হবে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস প্রশাসনও বিলটির বিরোধিতা করছে। এছাড়া সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটনও একে গ্রহণযোগ্য মনে করছেন না।