রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র মহান বিজয় দিবস পালন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার

গত ১৬ ডিসেম্বর সন্ধায় জ্যাকসন হাইটস মামা’জ পাটি’ হলে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ উদযাপন করেছে মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠনের নির্বাচন ২০২৩’র প্রাথী’ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এডভোকেট  মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিনের সঞ্চালনায় বিজয় দিবস পালন পর্বের আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা এটনী’ মঈন চৌধুরী, উপদেস্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কাজী শামসুদ্দোহা, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান (১), সাবেক উপদেস্টা এডভোকেট মতিউর রহমান, এডভোকেট মুজিবুর রহমান(২) এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডঃ মুজিবুল হক, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, এডভোকেট মাহবুব আলম, এডভোকেট রুবিনা মান্নান, এডভোকেট জয়জিত আচার্য্য, এডভোকেট তাহমিনা সুইটি, এডভোকেট আলমগীর, এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট কুবরাতুন নেছা ও এডভোকেট জাবেদ জুয়েল প্রমুখ।

সভায় জাতির সুর্য সন্তান তিনজন মুক্তিযুদ্ধাকে সম্মানিত করা হয় । সম্মানিত বীর মুক্তিযুদ্ধারা হলেন এড:এম.মতিউর রহমান, এড: মনির আহমদ এবং ডঃ মুজিবুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এড: সৈয়দ নজরুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন এড: জয়জিত আচার্য্য।   সাংষ্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন  বিশিস্ট শিল্পী মিতা, বাপী,এড: রুবিনা মান্নান, এড: সোনিয়া সুলতানা ও এটনী’ মঈন চৌধুরী। আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি এড: সুফিয়ান আহমদ(স্বরচিত), এড: সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, এড: তাহমিনা সুইটি, এড: কুবরাতুন্নেছা প্রমুখ ।

আসন্ন বিএলএস’র  নির্বাচন ২০২৩ইং এর প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন প্রধান নিবা’চন কমিশনার এড: আব্দুল হাই কাইয়ূম  ও সহকারী কমিশনার এড: সৈয়দ নজরুল ইসলাম। এপর্বে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এড:  এম মতিউর রহমান, এড: আব্দুল ওয়াহিদ ও সাধারন সম্পাদক প্রাথী’এড: আব্দুর রশীদ ও এড: সাইদুর রহমান । উল্ল্যেখ্য বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর মামা’জ পাটি হলে সকাল ১১টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ।

সবশেষে সভাপতি নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক সাইয়েদ মঈন উদ্দিন জুনেল সকল বিজ্ঞ সদস্যকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের  আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com