সন্তানকে বাঁচাতে মা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। গাইবান্ধার সাদুল্যাপুরে মা সাধনা রানীও (৪৫) তা করলেন। সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তিনি। তবে বাঁচাতে পারেননি ছেলে উৎপল কুমারকে (১৮)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দু’জনেই।
ঘটনা উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের। জমিতে কীটনাশক দেয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে যান কলেজছাত্র উৎপল। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান মা।
পরিবারের বরাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদ রানা জানান, কলেজছাত্র উৎপল শুক্রবার বিকেলে প্রতিবেশী মনি মিয়ার জমিতে কীটনাশক প্রয়োগের করার সময় অসাবধানতাবশত পাশের ইটভাটার অবৈধ বিদ্যুৎ সংযোগের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় রাত সাড়ে ৯টার দিকে মা সাধনা রানী ছেলেকে খুঁজতে গিয়ে দেখেন জমিতে পড়ে আছে উৎপল। এ সময় ছেলেকে উদ্ধার করতে গেলে মা নিজেও বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ইটভাটা মালিক বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার করে। খবর পেয়ে গভীর রাতে সাদুল্যাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সূত্র : ইউএনবি