রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

করোনা সন্দেহে বাড়ি লকডাউন, ৯ ঘণ্টা পর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ২৫৯ বার

কুমিল্লার দাউদকান্দিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউনের নয় ঘণ্টা পর এক কৃষকের মৃত্যু হয়েছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাত ১১টায় দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ওই বাসিন্দার অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় তার পরিবারসহ একটি বাড়ির সাতটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়।

দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: শাহিনুর আলম সুমন জানান, ওই ব্যক্তি ৪-৫ দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জ্বর, সর্দি এবং কাশিজনিত রোগের চিকিৎসা নিয়ে যান। শনিবার আগের সমস্যাগুলোর সাথে শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে তার পরিবারের লোকজন।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত সন্দেহে মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তার উপসর্গ করোনা সংক্রমণের সাথে সম্পর্কিত, তাই নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

সম্প্রতি ওই বাড়িতে বিদেশ থেকে কেউ দেশে ফেরেননি বলে জানান সিভিল সার্জন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com