নিউইয়র্কের এস্টোরিয়া, নর্থ ব্রঙ্কস ও ব্রুকলিনের চার্চ ম্যাডোনাল্ড এলাকার কয়েকটি মসজিদে কিছু মুসল্লী গোপনে নামাজ পড়ে কোরানা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মসজিদগুলোতে জামাতে নামাজ পড়া নিয়ে মতবিরোধ হয়েছিল। মসজিদ পরিচালনা কমিটির কেউ কেউ জামাতে নামাজ পড়লে ‘কিছু হবে না’- বলে অনড় মনোভাবে মসজিদে গিয়ে ( একজন একজন করে প্রবেশ করে ) নামাজ পড়ছিলেন তারা। যারা জামাতে গিয়ে নামাজ পড়তে রাজী হননি-তাদের ‘নাস্তিক’ বলেও গালাগাল দিয়েছিলেন তারা। নর্থ ব্রঙ্কসের একটি মসজিদে নিয়মিত তবলীগকারীরা আলোচনা করতেন এবং তারা বলতেন-মুসলমানদের করোনা আক্রমণ করবে না। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। সর্বশেষ জানা গেল-বিশের অধিক মুসল্লী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে ঐ মসজিদগুলোতে গোপনে নামাজ পড়া বন্ধ হয়েছে।
তাই সকল মুসলমানদের প্রতি অনুরোধ মসজিদে গোপনে (প্রকাশ্যে গিয়ে নামাজ পড়া বন্ধ) জামাতে গিয়ে নামাজ পড়ার চিন্তা পরিহার করুন। নিজ বাসায় নামাজ পড়ুন। বাংলাদেশেও কেউ মসজিদে না গিয়ে নিজ বাসায় নামাজ পড়ুন।
উল্লেখ্য, নিউইয়র্ক শহরে বাংলাদেশি পরিচালনা কমিটির শতাধিক মসজিদ রয়েছে। মসজিদগুলোতে নামাজ না পড়ার ‘নিষেধাজ্ঞা’ রয়েছে।
(লেখক,সাংবাদিক দর্পণ কবীরের ফেসবুক থেকে নেওয়া )