সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ম্যানহাটনের একটি ফেডারেল আদালত। লেখিকা ই জ্যাঁ ক্যারলের বিরুদ্ধে ২০১৯ সালে অবমাননাকর মন্তব্য করা এবং তার ধর্ষণ অভিযোগ অস্বীকার করায় শুক্রবার তাকে এই ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আদালত ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে ১৮.৩ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ১১ মিলিয়ন ডলার সুনাম পুনরুদ্ধার কার্যক্রমে ব্যয় হবে এবং ৭.৩ মিলিয়ন ডলার ট্রাম্পের ২০১৯ সালে করা প্রকাশ্য মন্তব্যের মাধ্যমে মানসিক ক্ষতির জন্য দিতে হবে।
এছাড়া ক্যারল সম্পর্কে অবমাননাকর মন্তব্যের কারণে যে ক্ষতি হয়েছে, সেজন্য ট্রাম্পকে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে।
ক্যারল তার প্রথামিক মামলায় যত অর্থ চেয়েছিলেন, তার চেয়ে আটগুণের বেশি অর্থ দেয়া হয়েছে।
গত মে মাসে অন্য এক ম্যানহাটনের ফেডারেল ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। ক্যারলকে যৌন নির্যাতন করায় এই দণ্ড দেয়া হয় তাকে।
তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে। ট্রাম্পের আইনজীবী অ্যালিনা হাব্বা শুক্রবার আদালতের বাইরে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাব্বা রায়কে ‘অদ্ভূত আদেশ’ হিসেবে অভিহিত করেছেন।
হাব্বা বিচারপতির সমালোচনা করে বলেন, তাকে জুরির সামনে আসামির পক্ষে কোনো যুক্তি দিতে দেয়া হয়নি।
রায়ের পর ক্যারল বলেন, ‘আঘাতপ্রাপ্ত প্রতিটি নারীর জন্য এই রায় বিরাট এক জয়। আর নারীদের দাবিয়ে রাখার চেষ্টাকারী প্রতিটি নির্যাতনকারীর জন্য এটি একটি বিশাল পরাজয়।’
সূত্র : সিএনএন, বিবিসি এবং অন্যান্য