বার্সেলোনার ত্রিরত্ন মেসি-নেইমার-সুয়ারেজ এখনো বন্ধুত্বের বন্ধনে বাঁধা। তবে নেইমার বার্সা ছাড়ার পর তাদের একসাথে খেলা হয়নি। এখন নেইমার সৌদি আরবের আল হিলাল আর মেসি-সুয়ারেজ খেলছেন ইন্টার মায়ামিতে। সোমবার রিয়াদ সিজন কাপে খেলা হওয়ার কথা ছিল দুই দলের, সেইসাথে এই তিন বন্ধুর। কিন্তু তা হয়ে উঠেনি। চোটের কারণে ছিলেন না নেইমার। তবে জিতেছে তার দল। মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল।
চলতি বছর এ নিয়ে তিন ম্যাচ খেলেও জয়শূন্য মায়ামি। এল সালভাদরের সাথে ড্রয়ের পর এফসি ডালাসের কাছে হেরেছিল তারা।
ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে জালে বল জড়ান আলেক্সান্দার মিত্রোভিচ। প্রথম গোলের পর দ্বিতীয় গোলের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি ক্লাবটির।
ম্যাচের ১৩তম মিনিটে মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান। শুরুতে দুই গোল হজম করে বড়সড় ধাক্কা খায় মায়ামি।
এরপর ম্যাচের ৩৪তম মিনিটে মায়ামির হয়ে প্রথম গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। মায়ামির হয়ে এটি সুয়ারেজের প্রথম গোল। তবে ব্যবধান কমিয়েও খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি মায়ামি। বিরতিতে যাওয়ার আগেই ফের ব্যবধান বাড়ায় আল হিলাল। ম্যাচের ৪৪তম মিনিটে মাইকেল দেলগাদোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ঘুরে দাঁড়ায় মায়ামি। ম্যাচের ৫৪তম মিনিটে আল হিলালের বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় দলটি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এটি চলতি বছর মেসির প্রথম গোল। এর এক মিনিট পরই রুইজের গোলে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও কোনো দলই আর গোলের দেখা পাচ্ছিল না। একটা সময় মনে হয়েছিল, হয়তো ম্যাচটা ৩-৩ সমতায় শেষ হতে যাচ্ছে। কিন্তু, কে জানত নাটকীয়তার তখনও বাকি।
ম্যাচের ৮৮তম মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে গোল করে বসেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। এই গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল হিলালের।