যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান দুর্ঘটনায় বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মোবাইল হোম পার্কে (অস্থায়ী আবাসিক এলাকা) এ দুর্ঘটনার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শহরের অগ্নিনির্বাপক সংস্থার প্রধান স্কট এহলারস এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, তারা চারটি ট্রেলার হোমে আগুন পেয়েছেন। এদের একটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল।
তিনি বলেন, আমি এটা বলতে পারি যে, বিধ্বস্ত বিমান এবং অস্থায়ী আবাসের অনেক মানুষ এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে তিনি তাৎক্ষণিক নিহতের সঠিক সংখ্যা বলতে পারেননি।
এটা পরিষ্কার নয় যে, বিমানটিতে আসলে কতজন আরোহী ছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান কর্তৃপক্ষের মুখপাত্র সিএনএনকে বলেন, এক ইঞ্জিনের বিচক্রাফট বোনানজা ভি৩৫ বিমানটি ইঞ্জিন বিকল হয়ে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।
ক্লিয়ারওয়াটার এলাকায় ১ লাখ ১০ হাজারের বেশি বাসিন্দা বসবাস করেন। ফ্লোরিডার কেন্দ্রীয় পশ্চিম উপকূল টাম্পা থেকে এটি ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
সূত্র : সিএনএন