বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

করোনাপ্রবণ ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গভীর রাতে বাড়ি ফেরা : এলাকায় আতঙ্ক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৩১ বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা গভীর রাতে দলবেঁধে বাড়ি ফিরছেন। করোনাপ্রবণ এ স্থানগুলো থেকে প্রায় প্রতিদিনই এসব লোকদের বাড়ি ফেরার ঘটনায় এলাকায় করোনাভাইরাস সংক্রমণের আতংক ছড়িয়ে পড়ছে।

সোমবার গভীর রাতে বনগ্রাম এলাকায় একটি পিকআপ ভর্তি মানুষের বাড়ি ফেরার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে এত রাতে কোথা থেকে এসেছে জানতে চাইলে তারা সঠিক তথ্য না দিয়ে দ্রুত চলে যায়। তাদের ধারণা ঢাকা-নারায়ণগঞ্জে কর্মরত শ্রমিকরা ওই এলাকা থেকে পালিয়ে বাড়ি চলে আসছে।

জানা যায়, উপজেলার বনগ্রাম, মসূয়া বানিয়াগ্রাম, মুমুরদিয়া, আচমিতা, মধ্যপাড়া, করগাঁও এলাকার বহু নারী-পুরুষ ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস ও শিল্পকারখানায় কাজ করেন। ইদানিং ঢাকা-নারায়ণগঞ্জের বহু এলাকায় করোনাভাইরাস সংক্রমণের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় এবং ওইসব এলাকা লকডাউন করে দেয়ায় তারা দিনের বেলা স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারছে না। ফলে উচ্চমূল্যে পিকআপ ভাড়া করে গভীর রাতে লকডাউন এলাকা থেকে পালিয়ে নিজ এলাকা কটিয়াদীসহ আশপাশের এলাকায় চলে আসছেন।

এ পর্যন্ত কটিয়াদী উপজেলায় করোনাভাইরাসের কোন রোগী না পাওয়া গেলেও অবৈধভাবে বাড়ি ফেরা এসব শ্রমিকদের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাসটির সংক্রমণের ঝুঁকির কথা ভেবে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে।

বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রিটন বলেন, সোমবার গভীর রাতে বনগ্রাম বাজারে নারী-পুরুষ ভর্তি একটি পিকআপ এসে থামলে বাজারের পাহাড়াদার সাহাব উদ্দিন ও মিজান আমাকে খবর দেয়। আমি বাজারে এসে তারা কোথা থেকে এসেছে জানতে চাইলে সঠিক তথ্য না দিয়ে বাজার ছেড়ে একটু সামনে কয়েকজনকে নামিয়ে অন্যদেরকে নিয়ে গাড়িটি আবার দ্রুত সামনে চলে যায়। তাদের এভাবে বাড়ি ফেরা এলাকায় আতংক ছড়িয়ে পড়ছে। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সোবহান বলেন, পিকআপে করে গভীর রাতে যাত্রী পরিবহন আমাদের চোখে পড়েনি। আমরা কঠোরভাবে মহাসড়ক নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরও যদি এ ধরণের ঘটনা ঘটে থাকে নজরদারী আরো বাড়ানো হবে। এ ধরণের ঘটনা আমাদের নজরে এলে তাদের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, বিষয়টি আমি এখনই অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গভীর রাতে পিকআপে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com