ভোলার দৌলতখানে এক মুদি ব্যবসায়ীর বসত ঘরের মেঝে থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির জুয়েলের ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। এ সব চাল ১০ টাকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সরকারি ৩৮ বস্তা চাল সহ ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করে।
এ ব্যাপারে জীতেন্দ্র কুমার বলেন, সরকারি ৩৮ বস্তা চাল সহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।