আবুধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল নাসির হোসাইনের বিরুদ্ধে। সেই ঘটনায় সব ধরনের ঘটনায় ক্রিকেট থেকে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নাসিরের সঙ্গে সেই ঘটনায় আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল আইসিসি। তাদের মধ্যে একজন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। এবার তাকে ১৭ বছর ৬ মাসের জন্য নিষিদ্ধ করল আইসিসি
২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির চেষ্টা করেন তিনি। রিজওয়ান সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করেছেন বলে জানানো হয়েছে। গত সেপ্টেম্বরে অভিযোগ গঠনের ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তবে সময়মতো জবাব দেননি তিনি। তাই, রিজওয়ান অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে ধরে নেয় আইসিসি।
রিজওয়ান যেসব ধারা ভেঙেছেন তার মধ্যে আছে— আবুধাবি টি-টেন লিগে ম্যাচ বা ম্যাচের কোনো দিক গড়াপেটার উদ্যোগ বা আয়োজনের অংশ থাকা, দুর্নীতিতে সম্পৃক্ত হতে আরেকজনকে প্রস্তাব দেওয়া, প্রথম ধারা ভাঙতে অন্য কাউকে প্ররোচনা, প্রলুব্ধ ও অনুরোধ করা, দুর্নীতির আমন্ত্রণ পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাকে না জানানো এবং তদন্ত চালিয়ে যেতে সহযোগিতা না করা।
এই শাস্তির ব্যাপারে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, পেশাদার ক্রিকেটে বারবার দুর্নীতির চেষ্টা করার কারণে জাভেদকে এত লম্বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি খেলার কোনো নিয়মের প্রতি সম্মান দেখাননি। অন্যদের জন্যও এটি কঠোর বার্তা বলে জানানো হয়েছে।