সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

ট্রলের শিকার আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১ বার

‘ওয়ান্টেড’, ‘সালাম-ই-ইশক’র মতো সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। তবে দীর্ঘদিন ধরেই আছেন পর্দার বাইরে। নেই খুব একটা খবরেও। গেল শুক্রবার মুম্বাই বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন আয়েশা। কিন্তু তার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয় নেটদুনিয়ায়।

ঠোঁটের প্লাস্টিক সার্জারির পর আয়েশার চেহারা অনেকটাই বদলে গিয়েছে। বেড়ে গেছে ওজন! নেটিজেনরা মেতেছেন নেতিবাচক কথায়। অবশেষে নীরবতা ভেঙে কড়া জবাব দিলেন আয়েশা টাকিয়া। গতকাল রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে এ নিয়ে কথা বলেছেন তিনি।

নায়িকার কথায়, ‘বলা দরকার যে, দুইদিন আগে আমাকে গোয়াতে আসতে হয়েছে। আমার বোন হাসপাতালে ভর্তি। বিমানে ওঠার কয়েকে সেকেন্ড আগে পাপারাজ্জিরা আমাকে থামিয়ে পোজ দিতে বলেন। এখন আমার লুক নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। বিষয়টি এমন হয়েছে যে, দেশে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই।’

নেটিজেনদের নেতিবাচক মন্তব্যকে হাস্যকর উল্লেখ করে আয়েশা লিখেছেন, ‘একটি কিশোরীকে ১৫ বছর পরও তাকে আগের মতোই দেখাবে- মানুষ এমনটা আশা করে। মানুষের এটি অবাস্তব ও হাস্যকর ভাবনা। সুন্দরী নারীকে নিয়ে চর্চা বাদ দিয়ে আপনার সময়কে ভালো কাজে ব্যয় করার জন্য ভালো কিছু খুঁজে বের করুন।’

তিনি আরও বলেন, ‘আমি আমার জীবন নিয়ে ভালো আছি। সুতরাং আপনার মতামতের প্রয়োজন নেই। আমি আপনাদের খারাপ শক্তিকে ফেরত পাঠাচ্ছি। আপনারা বরং শখ পূরণ করুন, ভালো খাবার খান, মজা করুন, বন্ধুদের সঙ্গে কথা বলুন, হাসুন- তাহলে দেখবেন নিজেকে অসুখী মনে হবে না।’

সিনেমায় ফেরা প্রসঙ্গে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সিনেমায় অভিনয়ের আর কোনো ইচ্ছা আমার নেই। আমি খুব সুখী জীবনযাপন করছি। আমি কখনই লাইমলাইটে আসতে চাই না আর খ্যাতিও কুড়াতে চাই না, কোনো সিনেমারও অংশ হতে চাই না। সুতরাং আমাকে নিয়ে চর্চা করবেন না।’

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা টাকিয়া। একই বছর মুক্তি পায় প্রভু দেবা নির্মিত ‘ওয়ান্টেড’ সিনেমা। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী। বিয়ের পর মাত্র দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মুড’। এটি মুক্তি পায় ২০১১ সালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com