আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কৃষ্ণাঙ্গরা অন্যদের তুলনায় বেশি মারা যাচ্ছেন বলে জানা গেছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ গতকাল জানিয়েছে, শহরটিতে স্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা দ্বিগুণ সংখ্যায় মারা যাচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে আরো জানা যাচ্ছে, একজন শ্বেতাঙ্গ ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার সম্ভাবনা একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির চেয়ে দ্বিগুণ বেশি।
এর আগে আমেরিকার রোগতত্ত্ব গবেষণা বিভাগ জানিয়েছিল, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হন তাদের শতকরা ৩৩ ভাগই কৃষ্ণাঙ্গ। অথচ কৃষ্ণাঙ্গদের সংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার শতকরা মাত্র ১৩ ভাগ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র নিউ ইয়র্ক নয় বরং আমেরিকার সর্বত্র করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের বেশিরভাগ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী।
আমেরিকায় গতকাল (শনিবার) পর্যন্ত ৭ লাখ ৭৮ হাজার ৭৯২ ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৩৯ হাজার ১৪ জন মারা গেছেন। বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে এই সংখ্যা বেশি। দেশটির মধ্যে আবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
সূত্র : পার্স টুডে