গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থন ও সামরিক সহায়তায় আরব আমেরিকান ও ইসরাইলবিরোধীরা খুবই কষ্ট পাচ্ছেন, এটি বুঝেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (২৯ মার্চ) ‘আরব আমেরিকান হেরিটেজ মান্থ’ উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে তিনি এমন কথা বলেন।
জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে এপ্রিল মাসকে ‘আরব আমেরিকান হেরিটেজ মান্থ’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আর দু’দিন পরেই শুরু হতে যাচ্ছে সেই হেরিটেজ মান্থ এপ্রিল।
বিবৃতিতে বাইডেন বলেন, আরব আমেরিকানরা যে দুঃখ অনুভব করছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই আমাদের এই সমর্থনে বিরতি দেয়া উচিৎ। তাদের কষ্ট আমি বুঝি। আমি ব্যক্তিগতভাবেও সেজন্য দুঃখ ভারক্রান্ত।
এ সময় জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা বাড়ানো, হামাসের হাতে বন্দীদের মুক্ত করতে এবং কমপক্ষে ছয় সপ্তাহ স্থায়ী একটি অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তিনি।
সূত্র : রয়টার্স ও টাইমস অফ ইসরাইল