রবিবার (৬ এপ্রিল) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
আমরা ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে আমেরিকার মার্কেটে ঢুকি, সেটি কমানোর ক্ষেত্রে তাদের রেসপন্স কী—এমন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ব্রাজিলও একটি গ্রোয়িং ইকোনমি (উদীয়মান অর্থনীতির দেশ)। তারাও নিজেদের শিল্পকে সুরক্ষা দিতে পোশাকখাতে কিছু বিধি-নিষেধ রেখেছে।