ভারতে করোনামুক্ত রাজ্য বিশ্বে স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। পঞ্চম রাজ্য হিসেবে এই স্বীকৃতি পেল ত্রিপুরা। এরআগে ভারতের মধ্যে সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ করোনামুক্তের তালিকায় ছিল। এবার সেখানে যোগ দিল ত্রিপুরাও।
জানা গেছে, ত্রিপুরায় ২ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। আর এখন এই ২ রোগীই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
সরকার জানিয়েছে, রাজ্যের ৪ মিলিয়ন মানুষের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৪৫০ জনের পরীক্ষা করা হয়েছে। শেষ ১৪ দিনে ওই রাজ্যে নতুন করে কোনও ব্যক্তি আক্রান্ত হননি বলে খবর।
অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে আসামে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। সেখানে আক্রান্ত কমপক্ষে ৩৮ জন। মোট সংখ্যা ৩১ হাজার ৩৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের।
যুগশঙ্খ