যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশিদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৭ জনে।
গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃত্যুর হার কম থাকলেও গত মঙ্গলবার ১১ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর মধ্যে তিনজনই বাংলাদেশের সন্দ্বীপের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬৪ হাজার। আর মৃত্যুবরণ করেছে প্রায় ৬১ হাজার ৬৫৬ জন। এদিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ লোক এবং মৃত্যুবরণ করেছে ২৩ হাজার ৪৭৪ জন।
নিউইয়র্ক সিটির গভর্নর অ্যান্ড্রেুা কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জন মারা গেছেন, যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯ জন নার্সিং হোমে।