চট্টগ্রামে শ্রীলঙ্কার এক নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে শ্রীলঙ্কান এক নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় সিভাসুতে।
বুধবার সিভাসু থেকে প্রকাশিত প্রতিবেদনে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। যার মধ্যে এই শ্রীলঙ্কান নাগরিকও রয়েছেন। তিনি চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত থাকলেও বসবাস করেন নগরের খুলশি এলাকায়।
এর আগে বুধবার দুপুরে সিভাসু ল্যাবে পরীক্ষা করা ১২২টি নমুনার ফলাফলের তথ্য জানান সিভিল সার্জন।