মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীনের শাশুড়ি সুরাইয়া আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গত ১ মে শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে সকাল ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যকালে তিনি তিন কন্যা সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, গত ৯ এপ্রিল তাকে উইনথ্রপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কন্যা মাসুদা সাজেদীন ডলি ও পরিবারের সদস্যরা গত ১০ এপ্রিল শেষবারের মত তাকে হাসপাতালে দেখার সুযোগ পান। ঐদিন রাতেই তাকে ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয় এবং ১১ এপ্রিল থেকে মৃত্যু পর্যন্ত তিনি ভেন্টিলেটারেই ছিলেন। নারায়নগঞ্জের চাষাড়ায় বনেদী পরিবারের গৃহবধু ছিলেন সুরাইয়া আহমেদ। তার স্বামী কমরউদ্দীন আহমেদ ছিলেন পৌর কমিশনার। ১৯৯০ সালে স্বামীর মৃত্যু পর থেকেই তিনি নিউইয়র্কে বড় মেয়ের কাছে বসবাস করতেন। তার ৩ মেয়ের ২ জন নিউইয়র্কে আর ১জন ঢাকায় বসবাস করেন। উল্লেখ্য, ফেরদৌস সাজেদীন-এর মাও বাংলাদেশে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু সাথে লড়ছেন বলে মুক্তধারার বিশ্বজিত সাহা জানিয়েছেন।