জীবন্ত অবস্থায় প্রতিবন্ধী (৭৯) মাকে মাটিতে পুঁতে রেখেছিলেন ছেলে! তিনদিন ধরে গর্তে আটকে থাকার পর তাকে উদ্ধার করেছে পুলিশ।
চীনের শানকি প্রদেশে এ ঘটনা ঘটে। চীনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশে মাকে মাটিতে পুঁতে ফেলে ছেলে মাও। শ্বাশুড়ির নিঁখোজের ব্যাপারে পুলিশকে জানান মাওয়ের স্ত্রী।
মঙ্গলবার সকালে শানকি প্রদেশের জিংবিয়ান কাউন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামে প্রতিবন্ধী ওই নারীকে গর্ত থেকে জীবন্ত উদ্ধার করে পুলিশ।
ডেইলি মেইল জানিয়েছে মাকে উদ্ধারের পর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও জানায়, অলৌকিকভাবে পক্ষাঘাতগ্রস্থ ওই নারী তিনদিন ধরে কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন। তার ছেলে মাও কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।