বিশ্বজুড়ে করোনা মহামারীর এই ক্রান্তিকালীন সময়ে ট্রান্সফোটেক ও ডিপ্লয়মির সহযোগীতায় রোজাদারদের পাশে দাঁড়িয়েছে এমইএ ( মুসলিম ইন্টারপ্রিওনিয়ার এসোসিয়েশন) ও কুইন্স মিউচুয়াল এইড নেটওয়ার্ক। গতকাল নিউইয়র্কের কুইন্সে ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করে তারা। খাদ্য সামগ্রী বিতরনে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবক বলেন কুইন্সে বসবাসরত ১০০টি আর্থিকভাবে অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরন করেছি। তিনি বলেন আমরা মূলত মুদি এবং রান্নার সামগ্রী, ভিটামিন জাতীয় খাবার এবং কোভিড-১৯ সংক্রমন থেকে সুরক্ষা পেতে পিপিই প্রদানের ব্যবস্থা করেছি। যাতে করে আর্থিকভাবে অসহায় এবং বৃদ্ধরা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারে।
এব্যাপারে জানতে চাইলে ট্রান্সফোটেক একাডেমির প্রতিষ্ঠাতা ও এমইএ এর ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান বলেন মহামারী চলাকালীন আমাদের মুসলিম কমিউনিটিকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মানুষ মানুষের বিপদে পাশে দাড়াবে, প্রতিবেশি প্রতিবেশির পাশে দাঁড়াবে ইসলাম মানেই তো এটা। আমরা গত সপ্তাহেও ট্রান্সফোটেক একাডেমির উদ্যোগে ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছি। আমাদের এই ধারা অব্যহত থাকবে। বিপদের এই সময়ে মুসলিম কমিউনিটির পাশে দাঁড়ানো আমাদের নীতি নৈতিকতার মধ্যে পরে। এসময় যারা বিত্তবান আছেন ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাদের এই সংকটকালীন সময়ে কমিউনিটির পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যপী প্রাণ হারিয়েছে ৩ লাখের অধিক মানুষ। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরন করেছে যুক্তরাষ্ট্রে।