রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

৫০০ মিলিয়ন ডলারের ব্রঙ্কস পুনঃউন্নয়ন পরিকল্পনা পাস

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার

সিটি কাউন্সিল ৫০০ মিলিয়ন ডলারের ব্রঙ্কস পুনঃউন্নয়ন পরিকল্পনা পাস করেছে। এটি মেয়র এরিক অ্যাডামসের একটি বিশাল বিজয় হিসেবে গণ্য হচ্ছে। এর ফলে চলতি বছরের শেষ দিকে মেয়রের আরো উচ্চাভিলাষী গৃহায়ন পরিকল্পনা প্রণয়ন করা সহজ বলে বলে ধারণা করা হচ্ছে।
কাউন্সিলের অনুমোদিত ব্রনক্স রিজোনিংয়ের ফলে প্রায় সাত হাজার নতুন আবাসিক ইউনিট গড়ে ওঠবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চারটি নতুন মেট্রো-নর্থ রেল স্টপও গড়ে তোলা হবে।

ডেমোক্র্যাটিক অপারেটিভ কেন ফিডম্যান বলেন, ব্রনক্স মেট্রো-নর্থ স্টেশন এরিয়া প্লান অনুমোদন খুবই উৎসাহজনক ঘটনা। এর ফলে নগরীজুড়ে ট্রানজিট, সাশ্রয়ী গৃহায়ন এবং চাকরির সুযোগ সৃষ্টি হবে।
নগরীর ভয়াবহ আবাসন সঙ্কট নিরসনের লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়। তবে চলতি বছরের প্রথম দিকে এ ধরনের আরেকটি পরিকল্পনা কাউন্সিল সদস্যরা আটকে দিয়েছিল। ফলে এটিও আটকে যাবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
কাউন্সিল ওম্যান ক্রিস্টি মারমোরাতো বলেন, আলোচনার মাধ্যমে আপসরফা হওয়ার পরই তিনি এই প্রস্তাবটি পাসের পক্ষে ভোট দিয়েছেন।
ম্যাজোরিটি লিডার আমান্ডা ফ্যারিয়াস বলেন, চূড়ান্ত প্রস্তাবটি ছিল নগরীর কাউন্সিলের সহযোগিতার একটি উদারহণ। উল্লেখ্য, ব্রঙ্কস পুনঃউন্নয়নের আইনে তিনি ছিলেন অন্যতম উদ্যেক্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com