টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। তবে এবার শেষ হচ্ছে ছুটি। প্রায় দুই মাস পর মাঠে ফিরছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
আজ বুধবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় রাওয়ালপিন্ডিতে খেলা শুরু। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিছুদিন ধরেই পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
টেস্ট শুরুর দুই দিন আগেই সোমবার (১৯ আগস্ট) বরাবরের মতো নিজেদের একাদশ ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান দল। একাদশে কোনো স্পিনার রাখেনি দলটি। চার পেসার নিয়েউ মাঠে নামতে প্রস্তুত শান মাসুদের দল।
তাতেই প্রতীয়মানরাওয়ালপিন্ডিতে দাপট থাকবে পেসারদেরই। টাইগার একাদশেও তাই দেখা যাবে পেসারদের আধিপত্য। তবে, একেবারে স্পিনশূন্য নয়, তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার কম্বিনেশন দেখা যেতে পারে মাঠে।
স্পিন সামলাতে দলে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ আছেন। প্রথম টেস্টে তাসকিন না থাকায় তিন পেসার হিসেবে শরিফুল ইসলামের সাথে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যেতে পারে।
এদিকে, ব্যাটিংয়ে কুঁচকির চোটে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের বদলে একাদশে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। ওপেনিংয়ে তার সাথে থাকছেন জাকির হাসান। এরপর যথারীতি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাসরা থাকছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।