নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছয় বছরের এক মেয়ে শিশুসহ নতুন করে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চারজন প্রাপ্তবয়স্কা নারী ও একজন মেয়েশিশু।
শনাক্তদের মধ্যে উপজেলার সনমান্দিতে একজন নারী, মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশে দুইজন পুরুষ ও দুইজন নারী, বাড়ি মজলিসে দুইজন পুরুষ ও একজন নারী, পিরোজপুর ইউনিয়নের মনাইরকান্দিতে একজন পুরুষ, ভাটিবন্দরে একজন পুরুষ, সোনারগাঁও পৌরসভার আমিনপুর গ্রামে একজন পুরুষ ও ছয় বছরের এক মেয়েশিশু করোনায় আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।
বৃহস্পতিবার রাতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
ডা: পলাশ কুমার সাহা জানান, ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোনারগাঁওয়ে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।