নিউইয়র্ক সিটির প্রতি তিন বাড়িওয়ালার একজনই খরচ বাঁচানোর জন্য মানহীন মেরামতকারী ঠিকাদারদের নিয়োগ করছেন বলে এক জরিপে জানা গেছে। জরিপে দেখা যায়, প্রায় ৩৩ ভাগ বাড়িমালিক জানিয়েছেন, টাকা বাঁচানোর জন্যই তারা সুনামে প্রশ্নবিদ্ধ ঠিকাদারদেরকে বাড়ির সংস্কার ও মেরামতের কাজে নিয়োগ করেছেন। ক্লেভার রিয়েল এসেস্টের ওই জরিপে দেখা যায়, ২৫ ভাগ বাড়িওয়ালা মনে করেন যে সুনামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ২৩ ভাগ অভিজ্ঞতা, ১৯ ভাগ ব্যয়, ১৩ ভাগ ব্যক্তিগত সুপারিশ, ১১ ভাগ প্রাপ্যতাকে অগ্রাধিকার দিচ্ছেন। মধ্য আগস্টে এক হাজার বাড়িমালিকের ওপর ওই জরিপ চালানো হয়।
তবে কম পয়সায় কাজ সারানোর কারণে শেষ পর্যন্ত তাদেরকে আরো বেশি ব্যয় করতে হয়। কারণ প্রশ্নবিদ্ধ ঠিকাদাররা তাদের কাজের ব্যাপারে সৎ থাকেন না। তাছাড়া তাদের দক্ষতাও থাকে প্রশ্নবিদ্ধ। তারা উচ্চমানের কাজ করতেও পারেন না।
ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউটের মুখপাত্র লরেটা ওরটার্স বলেন, পয়সা বাঁচাতে গিয়ে অনেকেই ঠিকাদারদের প্রতারণার শিকার হয়ে থাকেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতারণার বিষয়টি প্রকটভাবে ফুটে ওঠে।