উয়েফার অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েই বাজিমাত করেছে বাংলাদেশের কিশোররা। তিন ম্যাচের তিনটি জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপের কিশোরদের। হ্যাটট্রিক করেছেন মইনুল ইসলাম। তিনি গোল করেছেন ৩৭, ৫২ ও ৮৩ মিনিটে। অন্য গোল তিনটি করেছেন ৭ মিনিটে ইমন, ১৪ মিনিটে সাজেদ ইসলাম সুমন এবং ২৩ মিনিটে অপূর্ব মালি। বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল কম্বোডিয়াকে। দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলের জয় ইউরোপের দল ফারো আইল্যান্ডের বিরুদ্ধে।
অনূর্ধ্ব-১৬ এই দলটি পুরোপুরি বাফুফের একাডেমির ফুটবলারদের দিয়ে তৈরি। এর মধ্যে দিয়ে রাজধানীর বেরাইদে ফর্টিজ গ্রুপের মাঠে বাফুফে ও কে. স্পোর্টস পরিচালিক একাডেমির ফুটবলাররা প্রথম কোনো ট্রফি পেলো। দিনের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফরো আইল্যান্ড।