সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা সে বিষয়ে সাত কর্ম দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা।
পরে বৈঠক শেষে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সাংবাদিকদের জানান, কলেজটিকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কী না সে বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিনিধিরা তথ্য উপদেষ্টা নাহিদ হাসান ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সাথে আলোচনা করেছেন।
এরই পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সকালে পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেও পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন।
সূত্র : বিবিসি