ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে এ চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবে।
কনসার্ট থেকে আয় করা অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এ পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।’
কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘২৮ নভেম্বর রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।’
এছাড়াও কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা। তবে টিকিটের মূল্য এখনো নির্ধারিত হয়নি।