ইরানে পালিয়ে বিয়ের করার অপরাধে ১৪ বছরের এক কন্যা শিশুকে নৃশংসভাবে হত্যা করেছেন তার বাবা। এ ঘটনায় ইরানজুড়ে বইছে সমালোচনার ঝড়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, রমিনা আশরাফি নামে ওই শিশু ইরানের উত্তরাঞ্চলের তালেহ কাউন্টির ২৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে বিয়ে করার অপরাধে রমিনার বাবা রেজা আশরাফি গত ২১ মে রমিনার শিরশ্ছেদ করেন।
রমিনাকে হত্যার দায়ে তার বাবা রেজা আশরাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তার মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। আর রমিনা আশরাফি যার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তাকে আইনের আওতায় আনা হয়েছে কিনা তা জানা যায়নি।
ইরানের আইন অনুযায়ী, কথিত ‘অনার কিলিংয়ে’ বা কোনো ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে।
রমিনা আশরাফিকে হত্যার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দুঃখ প্রকাশ করেছেন। নারীদেরকে সহিংসতা থেকে রক্ষায় দ্রুত আইন করতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন তিনি।