বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার তেল কোম্পানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে শান্তি আলোচনায় রাজি করানোর চেষ্টায় দেশটির দুই বৃহত্তম তেল কোম্পানি- রসনেফট ও লুকঅয়েল-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রতিবার ভ্লাদিমিরের (পুতিন) সঙ্গে কথা বললে আলাপ ভালোই হয়, কিন্তু তার কোনো ফল হয় না, একদমই হয় না।’

ওই বৈঠকে ইউক্রেনে শান্তি আলোচনার বিষয়ে আলোচনা হয়।

নিষেধাজ্ঞার এই ঘোষণা আসে একদিন পর, যখন ট্রাম্প জানান যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে বুধবার সকালে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপক বোমাবর্ষণ চালায়, যাতে অন্তত সাতজন নিহত হন, তাদের মধ্যে শিশু-ও ছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতির কারণে নতুন নিষেধাজ্ঞা প্রয়োজন হয়ে পড়েছে।’

তিনি জানান, এই তেল কোম্পানিগুলোই ক্রেমলিনের “যুদ্ধযন্ত্রের” অর্থ যোগায়।

বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘এখন হত্যাযজ্ঞ থামানোর এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির সময়।’

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুতিন শান্তির ব্যাপারে আন্তরিক নন এবং নতুন নিষেধাজ্ঞা হয়তো তাকে আলোচনায় বাধ্য করবে বলে আশা করছেন।’

তিনি বলেন, ‘আমার মনে হয়েছে সময় হয়ে গেছে। আমরা অনেক অপেক্ষা করেছি।’

তিনি এই নিষেধাজ্ঞা প্যাকেজকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করে বলেন, ‘রাশিয়া যদি যুদ্ধ বন্ধে রাজি হয়, তাহলে দ্রুতই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে।’

রুটেও পদক্ষেপটির প্রশংসা করে বলেন, ‘এটি পুতিনের ওপর আরও চাপ তৈরি করছে।’

তিনি বলেন, ‘চাপ দিতে হয়, আর আজ সেটিই তিনি করেছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com