করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনের উহান শহরকে ছাড়িয়ে গেছে ভারতের শিল্প ও বিনোদন রাজধানী মুম্বাই। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পার করেছে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। যার ফলে এখন উহানের চেয়ে ৭০০ রোগী বেশি রয়েছে মুম্বাইয়ে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের এই উহান শহর থেকেই করোনাভাইরাসের উৎপত্তি ঘটে। এরপর থেকে এখন পর্যন্ত শহরটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে ৩ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ে ১ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, শনাক্ত রোগীর সংখ্যায় সোমবার চীনকে ছাড়িয়ে যায় মহারাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে অনুসারে, ভারতের এই রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৯০ হাজার ছাড়িয়েছে। যেখানে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৯৮ জন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২ হাজার ২৫৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বস্তির ব্যাপার হলো, গত এক-দু’সপ্তাহ ধরেই এই সংখ্যাটা কিছুটা থিতু হয়েছে মনে হয়েছে, যার ফলে মহারাষ্ট্রেও রোগী-বৃদ্ধির হার এখন কমেছে। এ ছাড়া মুম্বাইয়ে এখন করোনা থেকে সুস্থ হওয়ার হার ৪৫ শতাংশ।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৯০ দিন আগে প্রথম নতুন করোনাভাইরাসের রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।
আজ বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার জন, এদের মধ্যে ৯ হাজার ৯৮৫ জন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন।
দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের, এদের ৫৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।