বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

হাঁটুর চোট নিয়েও নেইমারের হ্যাটট্রিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার

ব্রাজিলের সিরি আ লিগে (ব্রাসিলেয়রাঁও) অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসকে গুরুত্বপূর্ণ এক জয়ে নেতৃত্ব দিলেন নেইমার। যুবেনতুদেকে ৩-০ গোলে হারানোর ম্যাচে তিনিই করেছেন সবগুলো গোল-দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে করেন হ্যাটট্রিক।

হাঁটুর ব্যথা নিয়েই খেলতে নামেন নেইমার। বাম হাঁটুর মেনিসকাস সমস্যার কারণে মৌসুম শেষে তার আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার লাগতে পারে-গত সপ্তাহে ইএসপিএন ব্রাজিলকে এমনটাই জানিয়েছিল ঘনিষ্ঠ সূত্র। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে রক্ষণশীল চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি, আগের দুই ম্যাচেও এমন অবস্থায়ই খেলেছেন।

এপ্রিল ২০২২ সালের পর এটিই নেইমারের প্রথম হ্যাটট্রিক। সে সময় পিএসজির হয়ে ক্লারমোঁর বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি।

৫৬তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন নেইমার। এরপর ইগর ভিনিসিউসের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিকটি সম্পন্ন হয় পেনাল্টি স্পট থেকে, ৮৩তম মিনিটে বদলি হওয়ার ঠিক আগেই।

এই জয়ে মৌসুমে আর মাত্র এক ম্যাচ বাকি থাকতে অবনমন-ঝুঁকি থেকে বড় স্বস্তি পেয়েছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। ৪ দল অবনমন অঞ্চলের শেষ স্থানে থাকা ভিটোরিয়ার চেয়ে তারা এখন দুই পয়েন্ট এগিয়ে।

শেষ ম্যাচে সান্তোসের প্রতিপক্ষ ক্রুজেইরো-আগামী রোববার ভিলা বেলমিরোতে। সে ম্যাচে জয় পেলে প্রথম বিভাগের টিকিট নিশ্চিত হবে।

অন্যদিকে আগেই অবনমন নিশ্চিত হওয়া যুবেনতুদে পরপর চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে বহু চোটে ভুগলেও আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন-সম্পূর্ণ ফিট থাকলে দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com